পরিচ্ছন্ন খালে নৌকায় চড়লেন মেয়র আতিক
খাল উদ্ধার ও পুনরুদ্ধারে সবাইকে সচেতন করতে খাল পরিষ্কার করে সেই খালে নৌকা নিয়ে নামলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ বুধবার রাজধানীর মিরপুরে গোদাবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শনের একপর্যায়ে নিজেই নৌকা নিয়ে নেমে পড়েন খালে। নৌকায় চড়ে প্রায় ২০০ মিটার দূরে খাল পরিষ্কারে কাজ করা কর্মীদের কাছে যান তিনি। এ সময় খাল পরিষ্কারে কর্মরত পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে নিজেও অংশ নেন।
এ সময় মেয়র এলাকাবাসীর ব্যবহৃত জিনিস এবং আবর্জনা খালে না ফেলার অনুরোধ জানান। নিজেও যন্ত্র নিয়ে পরিচ্ছন্নতায় অংশ নেন। পিঠ চাপড়ে উৎসাহ দেন পরিচ্ছন্নকর্মীদের।
আতিকুল ইসলাম খাল পরিষ্কারের পর গণমাধ্যমকে বলেন, এই খাল কি নগরবাসীর আবর্জনা, ব্যবহার্য জিনিস ফেলার জন্য নাকি পানি প্রবাহের জন্য? বিদেশে আমরা দেখি, খালের ওপর দিয়ে ওয়াটার ট্রান্সপোর্টেশন করা হয়। এই খালে সুয়ারেজের পানি পড়বে, বর্ষার পানি পড়বে। তারপর সেগুলো নদীতে যাবে। কিন্তু এই খাল আমরা জাজিম, টিভি, ফ্রিজ, বালিশ, ডাবের খোসা দিয়ে ভরে রাখি। তাহলে খালগুলো কাজ করবে কীভাবে?’
মেয়র আরো বলেন, ‘আমি নগরবাসীকে বলব যেন তারা এগিয়ে আসে। কেউ একজন ১০০ গজ খালের দায়িত্ব নিক যে তার অংশের খালে কোনো আবর্জনা পড়বে না। সেই অংশ দখল হবে না। এভাবে খাল দখল হবে না আর উদ্ধার হওয়া খাল পরিষ্কার থাকবে।’