পরিচয় মিলল প্রাইভেটকারের নিচে আটকে টেনে নেওয়া সেই নারীর
প্রাইভেটকারের নিচে আটকে টেনে নেওয়ার ঘটনায় মারা যাওয়া সেই নারীর পরিচয় মিলেছে। তাঁর নাম রুবিনা আক্তার। পেশায় গৃহিনী রুবিনার বাসা রাজধানীর তেজগাঁওয়ে। যে মোটরসাইকেলে করে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি, ওই মোটরসাইকেলের চালক ছিলেন তাঁর বোনজামাই নুরুল আমিন।
নুরুল আমিন বলেন, ‘রুবিনা আক্তার আমার সঙ্গে মোটরসাইকেলযোগে তেজগাঁওয়ের বাসা থেকে তাঁর বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাঁকে টেনে হিঁচড়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে আসে।’
নুরুল আরও বলেন, ‘আমি পেছন থেকে প্রাইভেটকারের চালককে ডাকতে ডাকতে এক কিলোমিটার চলে আসি, কিন্তু চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড় এলাকায় আসলে আশপাশের লোকজন গতিরোধ করে চালককে গণধোলাই দেয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’