পরিচয় মিলেছে সাতক্ষীরার মাথাবিহীন লাশের

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা সদর থানা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় উদ্ধার হওয়া মাথাবিহীন লাশের পরিচয় মিলেছে। লাশটি সাতক্ষীরার সুলতানপুরের চা বিক্রেতা ইয়াছিন আলীর। আজ বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার সুলতানপুরের এক নারী এসে ওই লাশ তাঁর স্বামী ইয়াছিনের বলে জানান। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, গলাকাটা লাশটি শহরের সুলতানপুরের চা বিক্রেতা ইয়াছিন আলীর। পুরাতন সাতক্ষীরায় তার চায়ের দোকান আছে। তার মাথা পাওয়া যায়নি।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে এসআই লোকমান বলেন, ‘স্থানীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বুধবার ভোরের কোনো এক সময়ে তাকে জবাই করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় বুধবার সকাল ৮টায় একটি গলাকাটা অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তদন্তকালে তার পরিচয় পাওয়া যায়।