পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিলেন নেহরীন মোস্তফা দিশি

Looks like you've blocked notifications!

করোনাকালে পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করলেন গণমাধ্যম ব্যক্তিত্ব নেহরীন মোস্তফা দিশি। গত শুক্রবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে অতিদরিদ্র পরিবহন শ্রমিকদের নিজ উদ্যোগে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেন তিনি ।

এ সময় আওয়ামী লীগ নেতা নেহরিন মোস্তফা দিশি বলেন, ‘করোনার এই ক্রান্তিকালে গণপরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিদিন শত শত যাত্রীর সেবায় নিয়োজিত পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা প্রয়োজন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অতিদরিদ্র এসব অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রয়াস।’

এ ছাড়া ব্যবসায়ী ও রাজনীতিবিদদেরও এ ক্রান্তিকালে আরো বেশি পরিবহন শ্রমিক ও হতদরিদ্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেহরীন মোস্তফা। এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ শেখ কামালের সহধর্মিণী সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ টিটু, সায়েদাবাদ আন্তজেলা শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ।

এর আগেও নেহরিন মোস্তফা দিশি সায়েদাবাদ বাস  টার্মিনালে কর্মরত মানবেতর জীবনযাপন করা অতিদরিদ্র  পরিবহন শ্রমিকদের ঈদ উপহার প্রদান করেন ।