পর্বতারোহী রত্নাকে গাড়িচাপা দেওয়া সেই চালক গ্রেপ্তার
পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দেওয়া চালক নাঈমকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার রাজধানী ঢাকার ইব্রাহিমপুর থেকে কালো রঙের মাইক্রোবাসসহ চালক নাঈমকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল বুধবার আসামিকে আদালতে পাঠানো হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’
গত ৭ অক্টোবর সকাল ৯টায় সাইকেল চালিয়ে রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারের বাসায় ফেরার পথে গাড়ির চাপায় নিহত হন রত্না। সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের মাঝের রাস্তা ধরে এগোচ্ছিলেন তিনি। চন্দ্রিমা উদ্যানে প্রবেশের সেতুর কাছে পৌঁছানোর পরই একটা গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর রত্নাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রেশমা নাহার রত্না একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সন্তান। তিনি লোহাগড়া আদর্শ কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ইডেন কলেজ থেকে গণিতে স্নাতক পাস করেন। পর্বতারোহণের ওপর তিনি ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশিতে অবস্থিত নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে বি.এমসি কোর্সে পড়াশোনা করেন।
রত্না দীর্ঘদিন বিশ্ব সাহিত্যকেন্দ্রের পাঠচক্রের সঙ্গে সংযুক্ত ছিলেন। দেশে-বিদেশে বেশ কটি হাফ-ম্যারাথন দৌড়ানোর পর নিজেকে ফুল ম্যারাথনে দৌড়ানোর জন্য প্রস্তুত করছিলেন।