পর্যায়ক্রমে সবাই করোনার টিকা পাবে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার মানিকগঞ্জের গড়পাড়ায় কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণের সময় বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : এনটিভি

করোনাভাইরাসের ভ্যাকসিন আনার ব্যাপারে চুক্তি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ভ্যাকসিন বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে তা দেশে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, এটা ভালো লক্ষণ না। ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। আমেরিকা ও ফ্রান্সে নতুন করে লকডাউন শুরু হয়েছে, আমরা সেই দিকে যেতে চাই না।’ দেশের মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা কম বলেও উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিভিন্ন জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণের সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।  সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে কৃষি প্রণোদনার আওতায় এক হাজার ৯৬০ কৃষককে সার-বীজ দেওয়া হয়।

জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের দেশে লকডাউন প্রয়োজন হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাকালে কিছু লোক ঘরে বসে সমালোচনা করে। তারা জনগণের পাশে দাঁড়ায় না। তাদের কাজই হলো সমালোচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা। স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থতার হার শতকরা ৮১ ভাগ। জনসংখ্যার ঘনত্বের তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার অন্য যেকোনো দেশের চাইতে কম। আমাদের একটি মৃত্যুও কাম্য নয়।’

এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত প্রসঙ্গে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের প্রাইভেট সেক্টরগুলো বছরে প্রায় সাত লাখ মেট্রিক টন গম আমদানি করে থাকে। ভবিষ্যতে যেন গম উৎপাদন বৃদ্ধি করে আমদানির পরিমাণটা কমানো যায় সরকার সেটার চেষ্টা করছে।’

এ ছাড়া ভুট্টার ব্যাপক উৎপাদনে দেশের উন্নয়ন প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের দেশে এখন আর কেউ খাদ্যের অভাবে থাকে না। আমরা আশা করি, একটা লোকও যেন খাদ্যের অভাবে না থাকে।’

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা খামারবাড়ীর উপপরিচালক মো. শাহজাহান বিশ্বাস, গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আফতাব উদ্দিন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ বোর্ডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আব্দুর রশিদ মৃধা, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মো. লুৎফর রহমান যুবায়ের প্রমুখ।