পল্লবীতে ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত, স্বামী আটক

Looks like you've blocked notifications!
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে ছুরিকাঘাতে সাথী আক্তার (২৪) নামের এক পোশাককর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরই সাথী আক্তারের স্বামী আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।

পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাথী আক্তার মিরপুর সেকশন-৭-এর ৪ নম্বর রোডের একটি বাড়িতে থাকতেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এসআই সুলতান মাহমুদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কাজ শেষ করে বাসায় ঢোকার সময় রাস্তার মধ্যেই সাথী আক্তারকে তাঁর স্বামী আব্দুল হান্নান ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

সুলতান মাহমুদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। বর্তমানে আটক হান্নান পুলিশ হেফাজতে রয়েছেন। এ ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।