পশুখাদ্যের উচ্চমূল্য আর বন্যায় দিশেহারা ভৈরবের খামারিরা
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ১০ হাজার ৭০০ গরু, ছাগল, ভেড়া ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করেছেন এখানকার খামারিরা। যা স্থানীয় চাহিদার চেয়েও অতিরিক্ত। খামারগুলোতে ৮০ হাজার থেকে ৮ লাখ টাকা মূল্যের গরু আছে বলে দাবি খামারিদের। খাসি-ভেড়া আছে ১০ হাজার থেকে অর্ধ লাখ টাকা মূল্যের।
তবে পশুখাদ্যের বর্তমান উচ্চমূল্য আর বন্যার কারণে দিশেহারা এখানকার খামারিরা। তাদের আশঙ্কা, ভালো বাজারদর না পেলে পুঁজি হারিয়ে পথে বসবেন তাঁরা।
উপজেলা প্রাণিসম্পদ অফিস জানায়, প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদকে উপলক্ষ্য করে গবাদিপশু মোটাতাজাকরণ করেছেন এখানকার সহস্রাধিক কৃষক ও খামারি। এইসব খামারে ১০ হাজার ৭০০ গরু, মহিষ, ভেড়া ও ছাগল মোটাতাজা করা হয়েছে। তাদের নজরদারিতে পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে, দেশীয় খাবার খাইয়ে পশুগুলোকে লালন-পালন করা হয়েছে।
খামারি আশরাফুল আলম রুজেন, ফোসাহাত শাহ স্বজল, মো. আক্তার হোসেন জানান, এবারের মতো এমন পরিস্থিতির মুখোমুখি কখনও পড়তে হয়নি তাদের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিটি পশুখাদ্যের মূল্য দুইগুণ বা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এতে করে তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।
এদিকে সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোণাসহ পুরো হাওর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ বন্যা। এর প্রভাবে এখানকার নিম্নাঞ্চল ইতোমধ্যে তলিয়ে গেছে। ফলে পশু কেনাবেচায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় পশুর বাজারদর নিয়ে চিন্তায় আছেন তাঁরা। উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে বিক্রি না করতে পারলে পুঁজি হারাতে হবে তাঁদের।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিরীনা খাতুন জানান, এখানকার খামারিরা সারা বছর তাঁদের তত্ত্বাবধানে ছিলেন। পশু মোটাতাজাকরণে তাঁরা খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়েছেন। ফলে খামারিরা তাঁদের পশুদের স্ট্রেরয়েড বা হরমোন জাতীয় কোনো ট্যাবলেট বা ইনজেকশন প্রয়োগ করেননি। ফলে এখানকার উৎপাদিত পশুগুলো সম্পূর্ণ নিরাপদ।
গত বছরের তুলনায় তিনশর মতো পশু এবার বেশি লালন পালন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় বিক্রি করা যাবে এখানকার পশু। পশুখাদ্যের অতিরিক্ত মূল্যের কথা স্বীকার করে তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় গবাদিপশু বেশি উৎপাদন হচ্ছে। তাই বিদেশের পশু দেশে প্রবেশের বিষয়ে সরকার বেশ সচেতন রয়েছেন।