পশু কোরবানি করতে গিয়ে আজও আহত অন্তত ৫৫ জন

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

কোরবানির পশু কাটাকাটি করতে গিয়ে আহত হয়ে গতকাল রোববার ঈদের দিনে শতাধিক আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। আজ সোমবার ঈদের দ্বিতীয় দিনেও গরু কাটাকাটি করতে ও পশুর লাথি-গুতায় আহত হয়ে ঢামেক এসেছেন অন্তত ৫৫ জন। আজ রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি করতে দেখা গেছে। 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সেবিকা মিনাক্ষী রানি দাস আজ সোমবার বলেন, ‘সোমবার বিকেল তিনটা পর্যন্ত আরও ৬১ জন রোগী এসেছেন রক্তাক্ত হয়ে। যাদের মধ্যে অন্তত পশু কোরবানি, কাটাকাটি, পশুর লাথি-গুতা খেয়ে আহত হয়েছেন অন্তত ৫৫ জন।’

আহত হওয়া অধিকাংশই মৌসুমি কসাই। এদের মধ্যে কবির হোসেন নামের একজন বলেন, ‘গরু কাটতে গিয়ে নিজের হাতই কেটে ফেলেছি।’

আজ রোববার সকাল থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা ব্যস্ত এসব রোগীদের নিয়ে। জানা গেছে, গতকাল রোববার দিনগত রাত থেকে আজ দুপুর ৪টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টায় সেখানে আসা নতুন রোগীদের ৯৫ ভাগই মৌসুমি কসাই।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘আজ যেসব রোগী এসেছেন, অধিকাংশই মৌসুমি কসাই। তারা পশু কাটাকাটিতে অভ্যস্ত না। ফলে, গরু-ছাগল কাটতে গিয়ে আহত হয়েছেন।’