পাঁচ দিন আগে টিপুকে হত্যার কন্ট্রাক্ট পান মাসুম : ডিবি
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু এবং শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের ঘটনায় মাসুম মোহাম্মদ আকাশ নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, হত্যাকাণ্ডের পাঁচ দিন আগে ‘কাট-আউট’ পদ্ধতিতে হত্যার ‘কন্ট্রাক্ট’ পেয়েছিলেন মাসুম।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রোববার দুপুরে এ দাবি করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
হাফিজ আক্তার বলেন, ‘হত্যার আগের দিন টিপু রেস্টুরেন্ট থেকে বাসার উদ্দেশে বের হলে রাস্তা অনুসরণ করে গুলি করার প্রস্তুতি নেন মাসুম। কিন্তু, বেশি লোকজন থাকায় তিনি ব্যর্থ হন। ঘটনার দিন ২৪ মার্চ অজ্ঞাতনামা এক ব্যক্তি টিপুর রেস্টুরেন্টে অবস্থান করে মাসুমকে আপডেট দিতে থাকেন।’
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আরও বলেন, ‘তাঁর (মাসুম) সহযোগী যারা ছিল, তাদের গ্রেপ্তার করা হবে। এ ছাড়া মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধার করা হবে।’
টিপু হত্যাকাণ্ডে কত টাকা কন্ট্রাক্ট হয়েছে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘কত টাকার বিনিময়ে, তা জানা যায়নি। তবে, গ্রেপ্তার মাসুমের এলাকায় বেশ কিছু মামলা রয়েছে। সে মামলা থেকে অব্যাহতির জন্য টিপুকে হত্যার কন্ট্রাক্ট পান তিনি।’
এদিকে, মাসুম গ্রেপ্তারের আগে দেশত্যাগ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ডিবি প্রধান। তিনি বলেন, ‘হত্যার পর ঢাকা থেকে জয়পুরহাটে চলে যান মাসুম। সীমান্ত পাড়ি দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। এর পরদিন বগুড়ায় চলে যান। বগুড়া জেলা পুলিশের সহায়তা তাঁকে গ্রেপ্তার করা হয়। মাসুম মনে করেছিলেন, তিনি ধরা পড়বেন না।’