পাঁচ মামলায় মামুনুল হকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর

Looks like you've blocked notifications!
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় করা পাঁচ মামলায় হেফাজত নেতা মামুনুল হককে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এই আদেশ দেন।

গত ৩ এপ্রিল সোনারগাঁও রয়েল রিসোর্টে নারীঘটিত ঘটনায় রিসোর্ট ভাঙচুর, যুবলীগ নেতার বাড়িঘরে হামলা, কথিত স্ত্রীর করা ধর্ষণ মামলাসহ হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ জায়েদুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদের জন্য মামুনুল হকের বিরুদ্ধে হরতাল ভাঙচুর ঘটনায় সিদ্ধিরগঞ্জে দুটি মামলায় সাতদিন করে, সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে নারীঘটিত ঘটনায় ভাঙচুরের ঘটনায় দুই মামলায় সাত দিনের রিমান্ড এবং কথিত স্ত্রীর করা ধর্ষণ মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পৃথক পাঁচটি মামলায় তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।