‘পাকিস্তানি জার্সি পরে যারা খেলা দেখেছে তারা দেশের কলঙ্ক’

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ছবি : এনটিভি

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের লজ্জা হওয়া উচিত। যারা স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি জার্সি পড়ে মাঠে খেলা দেখতে গেছে তাদের প্রতি। তারা আসলেই প্রকৃত বাংলাদেশি না। তাদের দেশের প্রতি কোনো ভালবাসা নেই, তারা সুযোগ পেলে দেশের ক্ষতি করবে। তাই এসব ভাইরাসকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক উপজেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এইসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে কেউ বাধা দিলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। কারণ ১২ বছর আগে বাংলাদেশ কোথায় ছিল, আর আজকে বাংলাদেশ কোথায়, আপনারা ভালো করে পরীক্ষা করে বলেন। এই বাংলাদেশে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন তখন মাত্র হাতেগোনা কয়েকটা মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আর এখন হিসাব করে শেষ করা যাবে না।’

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশের কী পরিচয় ছিল। ভিক্ষুক, মিসকিনের জাতি হিসেবে আমাদের পরিচয় ছিল। আর এখন ১২ বছরে একটানা পরিশ্রম করে আমাদের সাহসী প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের বাঙালিদের পৃথিবীর মানুষের সমাজে মর্যাদার আসনে বসার সুযোগ করে দিয়েছেন।’

ছাতক পৌরসভার মেয়র আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী প্রমুখ।