পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় বর্তমান মেয়র ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান খোকন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিলকারী বর্তমান মেয়র মো. আক্তারুজ্জামান খোকন মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দাখিল করা সাধারণ ভোটারদের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় মোতায়েম হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাঁরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।’
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী আজ সকালে জেলা সদরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী এবং তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।’
এ ছাড়া মেয়র পদে বাকি তিন প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আতাহার আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র দাখিল করেন। তবে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদের দুই নং ওয়ার্ডে (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) একক প্রার্থী হিসেবে মোছা. উম্মে কুলসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন।’
আগামী ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দের তারিখ ঠিক করা হয়েছে। পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মোট ভোটার ২৩ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ ও মহিলা ভোটার ১১ হাজার ৮১২ জন। নির্বাচনে নয়টি ওয়ার্ডে মোট ১১টি কেন্দ্রের ৭৫টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।