পানির কলসিতে ভারতীয় হীরার আংটি পাচার, গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১৪৮ পিস হীরার আংটিসহ আটক নারী। ছবি : এনটিভি

পানির কলসিতে করে অভিনব কায়দায় ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১৪৮ পিস হীরার আংটি জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় একজন নারী পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম রেবেকা খাতুন। তিনি লক্ষ্মীদাঁড়ি গ্রামের সাহেব আলীর স্ত্রী।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ জানান, আজ সোমবার সকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে হীরার আংটিগুলো পাচার করা হচ্ছিল। ভারতীয় এলাকা থেকে একজন নারী তাঁর কাছে এই আংটিগুলো দিলে তিনি তা পানির কলসীতে নিয়ে লক্ষ্মীদাঁড়ি খাল পার করে আনছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল ওই নারীর কাছ থেকে আংটিগুলো আটক করে। এর মধ্যে ৫৪টি বড় ও ৯৪টি ছোট আকারের আংটি রয়েছে।

জব্দকৃত আংটিগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৮৮ লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।