পানি নিষ্কাশনের দাবিতে সাতক্ষীরায় ঝাড়ু মিছিল
সাতক্ষীরা শহরের বদ্দীপুর কলোনি এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হওয়ায় এবং ত্রাণ নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার সকাল ১০টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বদ্দীপুর মোড়ে এই ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী এ সময় ঝাড়ু ও জুতা নিয়ে জলাবদ্ধ বদ্দীপুরের বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল করেন এবং জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ মেয়র ও কাউন্সিলরের পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বদ্দীপুর জনকল্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মনু, রবিউল ইসলাম, আবদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বদ্দীপুর এলাকা বছরের প্রায় ছয় মাস পানিতে তলিয়ে থাকে। প্রতিবারই ভোটের আগ মুহূর্তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু নির্বাচিত হলে পানি নিষ্কাশনসহ বদ্দীপুরবাসীর উন্নয়নে কোনো কাজ করেন না। প্রতি বছরই তাদের পানিতে ডুবতে হয়। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের অবগত করলে তারা পরিদর্শনেই সীমাবন্ধ রাখেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
বক্তারা বলেন, কয়েকদিন আগে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সংশ্লিষ্ট কাউন্সিলর সেলিমসহ পৌর কর্তৃপক্ষ বদ্দীপুর এলাকা পরিদর্শনে আসেন। সে সময় তাঁরা মানুষের চলাচলের সুবিধার্থে দুটি ট্রলি বরাদ্দ দেন। যাতে স্থানীয়রা ফ্রি যাতায়াত করতে পারেন। অথচ এই ট্রলি দুটি সকালে একবার আসে। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না। জলাবদ্ধ মানুষকে ১০ টাকা হারে ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ ছাড়া এখানকার মানুষকে পর্যাপ্ত খাদ্য সহযোগিতায় দিয়েছেন বলেও পৌর মেয়র প্রচার দিয়েছেন। অথচ এখানে দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ এখনও পর্যন্ত কোনো খাদ্য সহযোগিতা পাননি। দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ না নিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।