পাপুল ও তাঁর স্ত্রীসহ ৪ জনের মামলার প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল ও তাঁর স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল, তাঁর স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলামসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা মামলার প্রতিবেদন দাখিল করতে সময় আবেদন করলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ।

গত ১২ নভেম্বর একই আদালত এ মামলার এজাহার গ্রহণ করেন এবং প্রতিবেদন দাখিলের জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

গত ১১ নভেম্বর দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামিরা হলেন পাপুল, তাঁর স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন আক্তার। মামলায় তাঁদের বিরুদ্ধে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ আর ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে রয়েছেন সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল।