পাবনার আইসোলেশন থেকে পালিয়ে আসা রোগী দিনাজপুরে উদ্ধার
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে পালিয়ে আসা এক রোগীকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ওই ব্যক্তি হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টামাধবপাড়া এলাকার বাসিন্দা।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গত ৫ এপ্রিল রোববার ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও মাথাব্যথা নিয়ে পাবনার বেড়া উপজেলার আমিনপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। এ সময় তাঁর অসুস্থতার খবর পেয়ে প্রতিবেশীরা বেড়া থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁকে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক লক্ষণ দেখে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। আইসোলেশনে থাকা অবস্থায় ওই ব্যক্তি গত মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিজ বাড়িতে পালিয়ে যান। পরে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে তাঁর বাড়িতে যায় এবং তাঁর অবস্থান নিশ্চিত করে উপজেলা প্রশাসনকে জানায়।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাফিউল আলম জানান, পাবনা থেকে পালিয়ে আসা ওই ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে তিনি ও তাঁর বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। তবে সেখান থেকে কোনো ফলাফল এখনো পাওয়া যায়নি। এদিকে পালিয়ে যাওয়ার ঘটনায় গত বুধবার সন্ধ্যায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে হাসপাতাল কর্তৃপক্ষ।