পাবনায় অস্ত্র-ইয়াবা জব্দ, আটক ১
পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব- ১২ এর সদস্যরা। এ ঘটনায় জড়িত কামাল হোসেন মুন্না নামের একজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরের দিকে এসব অস্ত্র-মাদক জব্দ এবং ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মুন্না ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনপাড়ার বাসিন্দা।
পাবনা র্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বলেন, 'আজ মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাছপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুন্নাকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।'
তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।