পাবনায় উদ্বোধনের আগেই সড়কে ধস
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে আত্রাই নদীর উপর দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। এ ঘটনার পরে চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তার কাজ করায় এই দুরাবস্থা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরে দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার বনগ্রামে আত্রাই নদীর উপর নির্মিত ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ কাজ করে এলজিইডি। গত ৩০ জুন এই কাজ শেষ হয়। কাজটি বাস্তবায়ন করছে ‘ওহী কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু রাস্তাটি নির্মাণ করার কিছু দিনের মধ্যে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোট বড় খানাখন্দ ও ফাটল। রাস্তার পাশে গার্ডার পোলগুলো ভেঙে পড়েছে। রাস্তা ও ব্রিজ নির্মাণ নিয়ে অনিয়মের প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ও জনপ্রতিনিধিরা।
এলাকাবাসী আরও অভিযোগ করে, রাস্তার কাজ করার শুরুতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। এ কারণে সড়কটির এই অবস্থা। ঠিকাদার প্রভাবশালী হওয়ায় কেউ কোনো কথাই বলিনি। এক বছরের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে গেছে। এছাড়াও হারুন ঠিকাদারের করা কোনো কাজই ভালো হয় না।
ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনসুর আলম পিন্টু বলেন, ‘এই সড়কের কাজ করার সময় নানা অনিয়মের কথা ইউএনও সাহেবকে জানিয়েছি। সরকারের পৌনে তিন কোটি টাকার কাজে অনিয়মে দেশের উন্নয়নে ব্যাহত হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার চেয়ারম্যান ও এলাকাবাসী পক্ষ থেকে রাস্তার কাজ পুননির্মাণ করার দাবি জানানো হয়।’
এ ব্যাপারে ঠিকাদার হারুন অর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাজটি ডিজাইন মোতাবেক সুন্দর করে করা হয়েছে। এই কাজ সংশ্লিষ্ট দপ্তর বুঝে নিয়েছে। কোথাও কোনো ধস ও ভেঙে যাওয়ার ঘটনা ঘটেনি।’
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ বলেন, ‘এই বিষয়টি আমি জানি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার ফলে উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। এ বিষয়ে আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি । লিখিতভাবে জবাব দেওয়ার কথাও বলেছি।’