পাবনায় করোনা উপসর্গে কলেজ শিক্ষকের মৃত্যু

পাবনার আটঘরিয়া উপজেলায় মো. আমিরুল ইসলাম (৫৫) নামের এক কলেজ শিক্ষক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল রোববার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান।
দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, আমিরুল ইসলাম করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম প্রায় এক সপ্তাহ আগে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত হন। আলাদাভাবে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
গত শনিবার থেকে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। গতকাল সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ সকালে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাঁকে পাবনার আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।