পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

Looks like you've blocked notifications!
গত ১৬ এপ্রিল দুপুরের দিকে পাবনার বেড়া পৌর এলাকার শেখ পাড়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ ঘটে। ছবি : এনটিভি

পাবনার বেড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাবা আবু শেখ ও ছেলে কালাম শেখের মত্যু হয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আহতদের মধ্যে একজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১৬ এপ্রিল দুপুরের দিকে পাবনার বেড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়ার কনসালটেন্ট ডা. সরদার মোহাম্মদ মিলন জানান, বেড়া পৌর এলাকার শেখ পাড়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় পাশের বাড়িতেও আগুন লেগে যায়। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের সদস্য আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একই পরিবারের তিনজনসহ ছয়জন দগ্ধ হয়। আহতদের প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজনের অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়। সোমবার বিকেল ৪টার দিকে বাবা আবু শেখ ও ছেলে কালাম শেখের মৃত্যু হয়।