পাবনায় ধানের চারা নিয়ে বিবাদে কৃষককে কুপিয়ে জখম

Looks like you've blocked notifications!

পাবনার সাঁথিয়া উপজেলায় ধানের চারা নিয়ে বিবাদের জেরে মাহাতাব উদ্দিন (৬৫) নামের এক কৃষককে টাঙ্গি দিয়ে (পিঁয়াজ পরিচর্যা করার কাজে ব্যবহৃত) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

আজ সোমবার সকাল ৮টার দিকে পৌরসভাধীন সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কৃষকের ছেলে হাফেজ আমিরুল ইসলাম বলেন, ‘আমার বাবা আজ সকালে জমিতে ধানের চারা লাগাচ্ছিলেন। এর মধ্যে একই গ্রামের শহিদ ও তাঁর ছেলে বিপ্লব আমাদের জমিতে গিয়ে ১০ থেকে ১৫টি ধানের চারা নিয়ে বলে এগুলো আমরা কিনেছি। এই বলে চারা নিয়ে যেতে থাকেন। এ সময় বাধা দিতে গেলে আমার বাবাকে টাঙ্গি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া পরে তাঁর অবস্থা গুরুতর হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।’

এ ব্যাপারে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’