পাবনায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
পাবনার ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার গোলজার হোসেন। ছবি : এনটিভি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক প্রতিবন্ধী (২৩) তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গোলজার হোসেন (৫২) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ওই প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা করলে পুলিশ গোলজারকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার সকালের দিকে পুলিশ আসামি গোলজার হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

থানায় মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত গোলজার হোসেন গত রোববার ওই প্রতিবন্ধীর বাড়ির পাশে জমি দেখতে যান। এরপর বাড়িতে ফেরার পথে দুপুরের দিকে ওই প্রতিবন্ধীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়িতে মেয়েটি ছাড়া অন্য কেউ ছিল না। এই সুযোগে অভিযুক্ত গোলজার হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে প্রতিবেশী আয়শা খাতুন এগিয়ে আসে। ফলে গোলজার হোসেন দ্রুত পালিয়ে যান।

বিষয়টি ভুক্তভোগী মেয়েটি তার প্রতিবেশী আয়শা খাতুন ও পরে বাবা-মাকে জানান। এ ঘটনা শুনে প্রথমে গ্রাম্য প্রধানদের কাছে গিয়ে বিচার দাবি করে ভুক্তভোগীর পরিবার। গ্রামপ্রধানরা প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি আপোস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারা থানায় মামলা করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, ‘আমরা গরিব বলে কি ন্যায় বিচার পাব না? আমার প্রতিবন্ধী মেয়ের সঙ্গে এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো. নূর ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ধর্ষণচেষ্টাকারীর বিচার হওয়া দরকার বলে আমি মনে করি।’  

এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান বলেন, ‘প্রতিবন্ধী মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আজ আসামিকে আটক করে আদালতে চালান দেওয়া হয়েছে।’