পাবনায় বজ্রপাতে একজনের মৃত্যু
পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে দুলাল মোল্লা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে চাকলা ছোন্দহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুলাল মোল্লা চাকলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত্য আবুসামা মোল্লার ছেলে। তিনি চাকলা মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডের সোহান ডেকোরেটরের মালিক।
স্থানীয়দের বরাত দিয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, দুলাল মোল্লা প্রতিদিনের মতো আজ সকালে জমিতে শসা তুলতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। দুলালের জমি থেকে একটু দূরে থাকা তার আপন ছোট ভাই মিলনসহ কয়েকজন মিলে তাঁকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বেড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল্লাহ জানান, পাবনা জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে নিহতের পরিবারকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।