পাবনায় সতর্কতা না মানায় ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

Looks like you've blocked notifications!

করোনাভাইরাস সতর্কতায় পাবনায় সরকারি আদেশ অমান্য করায় ৫৩টি মামলা এবং ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত পাবনা সদর, আটঘরিয়া, চাটমোহর, সাঁথিয়া, বেড়া ও সুজানগর উপজেলায় বিনা প্রয়োজনে ঘোরাফেরা করা ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫৩টি মামলা এবং ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন জানান, করোনাভাইরাস সচেতনতায় মানুষ যেন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হয়, সে জন্য এ অভিযান চলছে।

নিয়মিত এ অভিযান চলবে বলে জানান ইউএনও।