পাম্পে ধর্মঘটিদের সঙ্গে সংগঠনের সম্পর্ক নেই : সভাপতি

Looks like you've blocked notifications!
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। ছবি : এনটিভি

বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নাম ব্যবহার করে যাঁরা রাজশাহী, খুলনা ও রংপুরে ধর্মঘটের ডাক দিয়েছিলেন, তাঁদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাজমুল হক এ দাবি করেন।

নাজমুল হক আরো বলেন, যেখানে সরকারের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর এ সেক্টরের দাবি-দাওয়া নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে, সেই বৈঠকের আগেই এ ধরনের ধর্মঘটের ডাক উদ্দেশ্যমূলক।

যারা এই সংগঠনের নাম ভাঙিয়ে ধর্মঘটের ডাক দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে, তাদের আইনের আওতায় এনে বিচারেরও দাবি জানান সংগঠনের এই নেতা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। ছবি : এনটিভি