পাম্প নষ্ট থাকায় ফায়ার সার্ভিসের গেটের সামনে পুড়লো তিন দোকান
নীলফামারীতে ফায়ার সার্ভিস অফিসের সামনেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের গাড়ি নষ্ট থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন দপ্তরটির শীর্ষ কর্মকর্তা।
পুড়ে যাওয়া তিন দোকানের মধ্যে একটি মোটরসাইকেল গ্যারেজ, একটি সেলুন ও অপরটি মেশিনারিজের দোকান ছিল।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল গ্যারেজ মালিক সাইদুল ইসলাম বলেন, আমি ভোর সোয়া চারটার দিকে আগুনের খবর পাই। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। হয়তো আমি খবর পাওয়ার আরো এক ঘণ্টা আগে আগুন লেগেছিল।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের বড় গাড়িটি নষ্ট ছিল। সে কারণে আগুন নেভাতে সময় লেগেছে। তিন দোকান মিলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দশ লাখ টাকার।
লেদ মেশিন মালিক আব্দুল ওয়াহেদ জানান, আগুনে সব শেষ হয়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।
নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, আমাদের বড় গাড়িটির পাম্প নষ্ট ছিল। যার কারণে আগুন নেভাতে সময় লেগেছে। পরে ভেতরের পুকুরে পাম্প সেট করে আগুন নেভানো হয়। নষ্ট গাড়িটির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।