পাম তেল ও চিনির দর নির্ধারণ করে দিয়েছে সরকার

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

পামওয়েলের দাম লিটারে ১২ টাকা কমিয়ে ১৩৩ টাকা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাম ওয়েলের দাম আগে ১৪৫ টাকা লিটার ছিল। এখন ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য করা হয়েছে ১৩৩ টাকা। এই তেলের মিলগেটের দাম ১২৮ টাকা ও পরিবেশক মূল্য ১৩০ টাকা করা হয়েছে। বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। আগামী রোববার থেকে খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকায় বিক্রি হবে।