পিকআপ-অটোরিকশার সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ দুজন নিহত

Looks like you've blocked notifications!
নোয়াখালীর চাটখিল উপজেলায় দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি : এনটিভি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইটভর্তি পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

উপজেলার ১১ নম্বর পোল এলাকায় রামগঞ্জ-চাটখিল সড়কে আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চাটখিল উপজেলার সোশালিয়া গ্রামের মো. সোহাগের স্ত্রী সুলতানা আক্তার (২০) এবং অটোরিকশার চালক মো. ইদ্রিস (৪৫)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ বুধবার সকালে সুলতানা আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারী তাঁর মাকে নিয়ে অটোরিকশায় করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সুলতানা আক্তার ও অটোরিকশার চালক ইদ্রিস নিহত হন। এ সময় সুলতানা আক্তারের মা এবং পিকআপে থাকা দুই ব্যক্তি আহত হন।

এদিকে, এ দুর্ঘটনার পরই পিকআপের চালক পালিয়ে যান। পরে আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।