পিরোজপুরে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
পিরোজপুরের কাউখালীতে আজ বৃহস্পতিবার দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সেনাবাহিনী। ছবি : এনটিভি 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলায় দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার চিড়াপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সাত পদাতিক ডিভিশনের ২৬ হর্স ও সিএমইচ বরিশালের ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের প্রায় দুইশ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়। এ সময় তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এনাম, মেডিসিন বিশেষজ্ঞ মেজর রোবেল, চক্ষু বিশেষজ্ঞ মেজর নাভিদ, গাইনী বিশেষজ্ঞ শবনম ফারিয়া। 

বরিশাল সিএমএইচ এর কর্নেল মো. রবিউল আলম ক্যাম্প পরিদর্শন করেন। তিনি জানান, এর আগে সেনাবাহিনী সদস্যরা জেলা সদর, নেসারাবাদ, মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলায় বিনামূলে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।