পিরোজপুরে হাসপাতাল কোয়ার্টারের গ্রিল কেটে ডাকাতি, চিকিৎসককে মারধর

Looks like you've blocked notifications!
পিরোজপুর জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসকদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটে বুধবার ভোরে ডাকাতির ঘটনা ঘটে। ছবি : এনটিভি

পিরোজপুর জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসকদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সেই বাসায় থাকা চিকিৎসক ডা. সানজিদা আজাদ শিখাকে (২৮) মারধর করে আহত করে দুর্বৃত্তরা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে দুজন বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় ডা. শিখা বিষয়টি টের পেলে তাদের বাধা দিতে এলে তারা তাঁকে আঘাত করে এবং জিম্মি করে। পরে বাসায় থাকা ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।

ওসি জানান, ডা. শিখা এ বিষয়ে থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সানজিদা আজাদ শিখা আহত অবস্থায় বর্তমানে তাঁর বাসায় চিকিৎসাধীন বলে জানান পিরোজপুর সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী।