পুকুরপাড়ে নসিমনচালকের গলা ও হাত-পা বাঁধা লাশ

Looks like you've blocked notifications!
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুকুরপাড়ে জাকির হোসেনের লাশ ঘিরে মানুষের ভিড়। ছবি : এনটিভি

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাকির হোসেন (৫০) নামের এক নসিমনচালককে গলা ও হাত-পা বেঁধে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে উপজেলার শ্রীমন্তপুর গ্রামে বাড়ির পাশের পুকুর পাড় থেকে জাকিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জাকির হোসেন শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা।

জাকিরের সন্তান নাইমা ও সাইয়িদ জানান, প্রতিদিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাত ৯টা বা ১০টার পর ফেরেন জাকির। গতকাল শুক্রবার রাত ১০টার পর ফোন দিয়ে জাকিরের মোবাইল বন্ধ পায় তাঁর পরিবার। পরে আজ সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে তাঁর গলা ও হাত-পা বাঁধা লাশ পড়ে আছে বলে জানতে পারে তারা। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ জাকিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে, এখনো জানা যাচ্ছে না। তবে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।