পুনাক দিল অনাথ শিশুদের বই ও উন্নত খাবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে অনাথ শিশুদের মধ্যে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বই বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে আজ রোববার (১৯ মার্চ) দুপুরের সরকারি শিশু পরিবারে শিক্ষার্থীদের মধ্যে ‘কিশোরদের বঙ্গবন্ধু’ বইটি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।
পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আমিনা রহমান মুন্নীর সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষ। অতিথিরা বঙ্গবন্ধু বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শিশুদের শিক্ষা অর্জন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে পুনাকের উদ্যোগে শিশু পরিবারের অর্ধশতাধিক অনাথ শিশুর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় শিশুদের সঙ্গে খাবারে অংশ নেন জেলা পুলিশের কর্মকর্তারা।