পুরোদমে কাজে চা শ্রমিকেরা, প্রাণ ফিরেছে বাগানে

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের চা বাগানগুলোতে পুরোদমে কাজ শুরু করেছেন শ্রমিকেরা। ছবি : এনটিভি

টানা ১৯ দিন আন্দোলনের পর মজুরি নিয়ে সমস্যার অবসান হওয়ায় হবিগঞ্জের ২৪টি চা বাগানে পুরোদমে কাজ শুরু করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকেই জেলার বাগানগুলোতে কাজে যোগ দিয়ে পাতা উত্তোলন শুরু করেন তাঁরা। এতে আবারও প্রাণ ফিরে পেয়েছে চা বাগানগুলো। দীর্ঘ বিরতির পর শ্রমিকদের শৈল্পিক হাতের ছোঁয়া পেয়েছে চা গাছ।

টানা আন্দোলনের পর মজুরি বাড়ায় শ্রমিকদের মধ্যেও আনন্দের শেষ নেই। বিপুল উৎসাহ নিয়ে কাজে বেরিয়েছেন তাঁরা।

ফয়জাবাদ চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ গোলাম সাকলাইন বলেন, ‘এরই মধ্যে বাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা চেষ্টা করব একটু বেশি কাজ করিয়ে সে ক্ষতি যেন পুষিয়ে নিতে পারি।

দৈনিক ন্যূনতম ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। এরপর ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন তাঁরা। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিলে আজ সোমবার থেকে পুরোদমে কাজে ফিরে যান শ্রমিকেরা।