পুলিশের অভিযানে সিরাজগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মী আটক

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ সদর থানা। ছবি : সংগৃহীত

পুলিশের অভিযানে সিরাজগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলা বিএনপির কার্যালয় এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে আদালতের তোলা হবে।

আটকদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আন্নু শেখ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল আহমেদ, যুবদলকর্মী হাবিবুর রহমান ও ছাত্রদলকর্মী তৌফিক।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান বলেন, ‘আটক প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন।

সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ও জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।’