পুলিশের ওপর বোমা হামলা : মিশুক খান মিজানের জামিন স্থগিত
দুবছর আগে রাজধানীর গুলিস্তানে পুলিশ বক্সের কাছে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার মিশুক খান মিজানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
২০১৯ সালের প্রথম দিকে রাজধানীর গুলিস্তান, মালিবাগ, ধানমণ্ডিসহ চারটি স্থানে পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে সে সময় বিবৃতি দেয়। তবে পুলিশের পক্ষ থেকে অস্বীকার করে বলা হয়, দেশীয় উগ্রপন্থিরাই ওই ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে ওই বছরের ২৯ এপ্রিল গুলিস্তান পুলিশ বক্সের কাছে দায়িত্বরত পুলিশের ওপর বোমা হামলা হয়। এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরীসহ তিন জন আহত হন।
এ ঘটনায় ওই বছরের ২৩ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে মিশুক খান মিজানসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এই মিশুক খানের তথ্যের ভিত্তিতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ফরিদউদ্দিন রুমিকে ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এ অবস্থায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান মিশুক খান। তবে রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এই জামিন স্থগিত করেন। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানি হয়।