পুলিশের ডিআইজি সেজে প্রতারণা, অবশেষে শ্রীঘরে
কুমিল্লায় পুলিশের উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের বিভিন্ন কর্মকর্তা পদের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ফখরুদ্দিন মো. আজাদ কুমিল্লা লাকসাম উপজেলার বাকুই গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুপার আরো জানান, বাকপটু ফখরুদ্দিন ১৯৯১ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে যোগ দিলেও ঘুষ নেওয়াসহ বিভিন্ন অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত হন তিনি। কিন্তু তারপর থেকে সে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন।
‘ফখরুদ্দিন আটক হওয়ার পর থেকে আজ সকাল পর্যন্ত ১১ জন ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ করেছে,’ যোগ করেন তিনি।