পুলিশের সাঁজোয়া যানে আগুন দেওয়া হেফাজতকর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
পুলিশের সাঁজোয়া যানে অগ্নিসংযোগের মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তারকৃত হেফাজতকর্মী প্রীতম। ছবি : এনটিভি

ব্রাক্ষণবাড়িয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের তাণ্ডবকালে পুলিশের সাঁজোয়া যানে অগ্নিসংযোগ ও বিশ্বরোড এলাকায় নাশকতায় অংশ নেওয়া এক কর্মীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। আজ শনিবার বিকেলে গাজীপুর সদর থানাধীন শিমুলতলী কলেজগেট ভূইয়াপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম জাকারিয়া আহমেদ প্রীতম (২৭)। তিনি ব্রাক্ষণবাড়িয়ার নোয়াগা সরাইল এলাকার বাসিন্দা।

এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন উয়িং) মো. সাখাওয়াত হোসেন জানান, গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবকালে অভিযুক্ত জাকারিয়া পেট্রোলভর্তি গ্যালন নিয়ে পুলিশের এপিসির উপরে ওঠেন। পরে পেট্রোল ঢেলে সাঁজোয়া যানটি পুড়িয়ে দেন। এন্টি টেররিজম ইউনিট হেফাজতের নাশকতার ফুটেজ থেকে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে শনাক্ত করে। ওই অগ্নিসংযোগ তথা নাশকতার সময় প্রীতম গুলিবিদ্ধ হন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন। সেখান থেকে পালিয়ে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ানোর এক পর্যায়ে গাজীপুরে একটি বাসা ভাড়া নিয়ে মা ও ছোটভাইসহ আত্মগোপন করেন জাকারিয়া। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকেলে জাকারিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় সরাইল থানায় ৩১ মার্চ করা মামলার আসামি প্রীতম। তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।