পুলিশ চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংষর্ষ নিয়ন্ত্রণে পুলিশ চরম ধৈর্যের সঙ্গে চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আজ  মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। দ্রুত এ সংঘাত নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি।

ঢাকার যানজট বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দু’একদিনের মধ্যে ঢাকার যানজট কিছুটা কমে আসবে। যানজট দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদে যানজট যাতে না হয়, সে জন্য হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশ, সড়ক বিভাগ কাজ করবে। রাস্তার খানাখন্দ ঈদের আগেই ঠিক করা হবে।’

মন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরে সারা দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কূটনৈতিক পাড়ায় পুলিশি টহল জোরদার করা হবে।