পুলিশ পরিদর্শক ভাবির বিরুদ্ধে দেবরের সংবাদ সম্মেলন
দিনাজপুরের বিরামপুর সার্কেলের ইন্সপেক্টর (পরিদর্শক) শাকিলা পারভীনের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আর্থিক ক্ষতিসাধনসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তাঁর দেবর। আজ রোববার দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন শাকিলা পারভীনের দেবর ঘোড়াঘাটের ব্যবসায়ী আল আমিন সরকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল আমিন সরকার বলেন, ‘বিরামপুর সার্কেলের পুলিশ পরিদর্শক শাকিলা পারভীন আমার মৃত ভাইয়ের স্ত্রী। তিনি দিনাজপুর জেলার নাগরিক হয়েও এই জেলায় ১৬-১৭ বছর ধরে চাকরি করছেন। আমি গত ৯ অক্টোবর ভারত থেকে ফিরে এসে দেখি তিনি আমার ১৫ শতাংশ জমি অবৈধভাবে দখলে নিয়ে আম বাগান করেছেন। আমাদের যৌথ ইটভাটা বন্ধ করে অন্যকে ভাড়া দিয়েছেন এবং আমার বৃদ্ধ মা আনোয়ারা বেগম ইটভাটার অংশীদার। তা সত্ত্বেও ইটভাটা লিখে দেওয়ার জন্য ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছেন। আমি আশঙ্কা প্রকাশ করছি, ঢাকায় আমাদের যৌথ নামে কেনা ফ্ল্যাটটি এবং আমার নিজের নামে থাকা জমি শাকিলা ও তার ছেলে যেকোনো সময় আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে দলিলে স্বাক্ষর করে নিতে পারেন।’
লিখিত বক্তব্যে আল আমিন সরকার আরও বলেন, ‘শাকিলা পারভীন ও তাঁর ছেলের এসব অবৈধ, বেআইনি হস্তক্ষেপ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সুপার এবং রংপুর রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেছি। এরই পরিপ্রেক্ষিতে বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে তদন্তের জন্য দায়িত্ব দিলে তিনি তাঁর অফিসে কর্মরত পরিদর্শক শাকিলার পক্ষ নিয়ে আমাদের হয়রানি করছেন। এ কারণে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিরামপুর সার্কেলকে দেওয়া তদন্তভার অন্য জেলার কোনো পুলিশ কর্মকর্তাকে দেওয়াসহ এই জেলা থেকে শাকিলা পারভীনকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি এই জেলায় দীর্ঘদিন ধরে চাকরি করায় এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করছেন। এ কারণে তিনি আমাকে এবং আমার পরিবারের নামে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দিয়ে যাচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর সার্কেলে কর্মরত পরিদর্শক শাকিলা পারভীন বলেন, ‘সে আমার বিরুদ্ধে রংপুরে ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেছে, তদন্ত চলছে। আমার স্বামী কয়েক বছর হলো মারা গেছেন। আমার এতিম দুই সন্তানের সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা করছে তারা।’