‘পুলিশ সদস্য পার্টি বলতে নিজেদের বুঝিয়েছে, দল বুঝায়নি’

Looks like you've blocked notifications!
সিইসি কে এম নূরুল হুদা। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘পুলিশ আমাদের দল মানে আমাদের পার্টি বলছে ইংরেজিতে। পুলিশের সঙ্গে যে লোকজন থাকে তাদেরকে পুলিশের পার্টি বলে। তাদের পার্টি মানে তাদের দল। পুলিশের পার্টি বুঝিয়েছে, দলের পার্টি বুঝায়নি।’

আজ মঙ্গলবার রাজধানীর বেইলী রোডের সিদ্ধেশ্বরী কলেজে ইভিএমের ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

গত ২৬ জানুয়ারি রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগ চালাতে গেলে ইশরাকের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠে। যদিও পরে আওয়ামী লীগ দাবি করে, তাদের প্রচারে বিএনপি পরিকল্পিতভাবে হামলা করেছে।

ঘটনার পরপরই একজন সাংবাদিক সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্যের কাছে জানতে চেয়েছিলেন এখানকার পরিস্থিতি এখন কী- এমন প্রশ্নের জবাবে ওই পুলিশ সদস্য বলেছিলেন, ‘এখন পরিবেশ নরমাল। ইশরাকের পার্টি চলে গেছে মতিঝিল এলাকায়। আর আমাদের যে পার্টি আছে ওরা সেন্ট্রাল ইউমেন্সের সামনে আছে।’  

কে এম নূরুল হুদা বলেছেন, ‘ইভিএমের মাধ্যমে ভোটর নিজে ভোট দিতে পারবে। আগে জাল ভোটের সুযোগ ছিল। ব্যালট ছিনতাই হওয়ার সুযোগ ছিল। কিন্তু ইভিএমে সেই সুযোগ থাকবে না। সবগুলো কেন্দ্রে প্রদর্শন হচ্ছে যাতে জনগণ যারা জানতে চায় বুঝতে চায় তারা যাতে বুঝতে পারে, ভালোই তো হচ্ছে।’

অনেকেরই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না এর কারণ কি- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এর দুই তিনটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে তিনি এই কেন্দ্রের ভোটার না অথবা পাশের বুথের ভোটার। আবার কারো হাতের রেখা বিলীন হয়ে গেছে বা ডিসপ্লেসড হয়ে গেছে এরকম হতে পারে।’

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য? ভোটারের ভোট দিতে পারা নিশ্চিত করার জন্য। ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে। ইভিএমের মাধ্যমেই সেটা সম্ভব।’

নির্বাচনী প্রচারে একাধিক মারামারির কথা বলতে গিয়ে নূরুল হুদা বলেন, ‘মারামারি হওয়া খারাপ। মারামারি মানে যদি ক্রিমিনাল অফেন্স যদি হয় তাহলে থানায় কেস করবে তারা (পুলিশ) ব্যবস্থা নেবে।’