পুশইন ও এনআরসি নিয়ে আমাদের উদ্বেগের কারণ নেই : ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পুশইন ও এনআরসি নিয়ে আমাদের উদ্বেগের কারণ নেই। ভারত আমাদের আশ্বস্ত করেছে, এটি নিয়ে উদ্বিগ্ন না হতে। আমরা ভারতের এ আশ্বাসেই থাকতে চাই। এ নিয়ে কোনো প্রশ্ন করে আমরা তাদের (ভারত) বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না।’

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে কথা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ভারতবিরোধী প্রচারণা চলছে। এ বিষয় নিয়ে কিছু কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়েও নেতিবাচক প্রচারণা চালাচ্ছে ভারতবিরোধী মহল। এ নিয়ে কথা হয়েছে।’

শুদ্ধি অভিযান থেমে যাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ অভিযান চলছে ও চলবে। দলে পরিচ্ছন্ন নেতৃত্ব আসছে।