পূর্বধলায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামী লীগের দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা উপজেলা অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীরপ্রতীক ওয়ারেসাত হোসেন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন মালুর সঞ্চালনায় কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জালাল উদ্দিন এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।