পেঁয়াজ আমদানির বিষয়ে দুই-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত : কৃষিমন্ত্রী

Looks like you've blocked notifications!
রাজধানীর বাজারে আগের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ফোকাস বাংলার ফাইল ছবি

দাম কিছুটা কমের দিকে, তাই আরও দুই থেকে তিন দিন বাজার পরিস্থিতি দেখে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

আজ রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, “জানি মধ্যম আয়ের, সীমিত আয়ের সব মানুষেরই কষ্ট হচ্ছে। ৮০ টাকা কেজি তো পেঁয়াজ হতে পারে না। নীতিনির্ধারণী পর্যায়ে আমরা শেষ পর্যন্ত চাষির স্বার্থটা দেখতে চাচ্ছি।”  

আব্দুর রাজ্জাক আরও বলেন, “আমরা উচ্চ পর্যায়ে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইনশাআল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত পাবেন—আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করব কি না।”