পেঁয়াজের রাজনীতিতে আসায় বিএনপিকে ধন্যবাদ দিলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি তাদের রাজনীতিকে বেগম জিয়ার অসুস্থতা থেকে বের করে পেঁয়াজের মধ্যে নিয়ে এসেছেন। এ জন্য বিএনপি নেতাদের ধন্যবাদ জানাই।’
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। ভাসানী ঐক্যজোট ওই আলোচনাসভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের এই উচ্চমূল্য বেশিদিন থাকবে না। কারণ বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আসছে, দেশে উৎপাদিত পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। সুতরাং খুব সহসা এই পেঁয়াজের দাম কমে যাবে।’
মন্ত্রী বলেন, ‘আমি বিএনপিকে বলব, আপনারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অপরাজনীতি সবসময় করে আসছেন, সেখান থেকে যে পেঁয়াজের মধ্যে আশ্রয় নিয়েছেন, এটি ভালো। আমি অনুরোধ জানাব, আপনারা অবশ্যই সরকারের সমালোচনা করুন। সরকার কোথায় ব্যর্থ হচ্ছে, সেটি তুলে ধরুন। কিন্তু সরকার যে আজকে নানাক্ষেত্রে প্রচণ্ডভাবে সফল, সেটিই আপনারা দয়া করে বলবেন। তাহলেই সেটি দায়িত্বশীল বিরোধী দলের কাজ হয়।’
পেঁয়াজের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখার জন্য সরকারের ব্যবস্থার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘কারা এই পেঁয়াজের মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত, সেটা বের করার জন্য গোয়েন্দারা মাঠে নেমেছে। যারা এই পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঘটিয়েছে, যারা দায়ী হবে, দায়ী হিসেবে যাদের চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।’
মজলুম জননেতা মওলানা ভাসানীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মওলানা ভাসানী কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তিনি রাজনীতিকে একটি ব্রত হিসেবে নিয়েছিলেন। তিনি যদি ক্ষমতার জন্য রাজনীতি করতেন, তাহলে পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী এবং পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীও হতে পারতেন। তার হাত ধরেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে।’