প্রকৌশলী দেলোয়ার হত্যা : অধিকতর তদন্তের আহ্বান আইইবি‘র

Looks like you've blocked notifications!

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৪) দেলোয়ার হোসেন হত্যার অধিকতর তদন্তের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)

আজ শুক্রবার অনলাইনে আইইবির নির্বাহী কমিটির সভায় সদস্যরা এ দাবি জানিয়েছেন

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের সঞ্চালনায় নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়

প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যার সঙ্গে জড়িত তিনজনকে খুব দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে আইইবি সদস্যরা ঘটনার অধিকতর তদন্তের দাবি করেন। অধিকতর তদন্তের মাধ্যমে আরো কেউ যদি জড়িত থাকে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান

এর আগে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত বিচার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেয় আইইবি

প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে গত ১১ মে সকালে গাজীপুরে অফিস করার উদ্দেশে বের হন। বাসা থেকে বের হওয়ার পর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন এ নির্বাহী প্রকৌশলীর লাশ রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সেলিম হোসেন, গাড়িচালক হাবিব ও শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ