প্রচণ্ড শীতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন
পিরোজপুরে গত রাতে হালকা বৃষ্টির পর প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন বের হচ্ছেন না কেউ।
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গত দুদিন ধরে জেলার আকাশে দেখা মেলেনি সূর্যের। বিকেল থেকেই দেখা দিচ্ছে ঘন কুয়াশা। রাতে হয়ে উঠছে ঘন।
এ দিকে ঘন কুয়াশার কারণে আঞ্চলিক ও মহাসড়কে এখন পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হেডলাইট জ্বালিয়েও খুব কাছের জিনিস দেখা যাচ্ছে না। এ কারণে ধীর গতিতে চলছে পরিবহন বলে জানান বাসচালক ও চালকের সহকারীরা।
শীতের তীব্রতায় বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। হাসপাতাল ও ক্লিনিকে বাড়ছে রোগীর সংখ্যা। ঠাণ্ডাজনিত রোগে শিশুরোগীদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে জেলা হাসপাতালসূত্র।