প্রতিবেশির ঘরের আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু
গোপালগঞ্জে প্রতিবেশির ঘরের আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালক খাজা মোল্লার (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাজা মোল্লা জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামের পার্শ্ববর্তী ইছাখালী গ্রামের মো. জহুর মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, সন্ধ্যার দিকে খালিয়া গ্রামের কাজল মোল্লার স্ত্রী মাহফুজা বেগম রান্না ঘরে রান্না করতে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রান্নার ফাঁকে মাহফুজা বেগম তার শিশুকন্যা ফাতেমাকে (২ বছর) রেখে বসত ঘর থেকে রান্নার সরঞ্জাম আনতে যান। এসময় রান্না ঘরে আগুন লাগে। ওই বাড়ির পাশ দিয়ে ভ্যান নিয়ে যাবার সময় খাজা আগুনের লেলিহান শিখা দেখে তিনি ভ্যান থামিয়ে কাজল মোল্লার প্রতিবেশিদের সাথে আগুন নেভানোর কাজ শুরু করেন। রান্নাঘরের ওপর দিয়ে টাঙানো বৈদ্যুতিক তার আগুনে পুড়ে ভ্যানচালক খাজার শরীরে স্পর্শ করে। স্থানীয়রা খাজা মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।