প্রধানমন্ত্রীর কারণেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে : মেয়র আইভী

Looks like you've blocked notifications!
অসুস্থ সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার সন্ধ্যায় জেলা গণগ্রন্থাগারে প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : এনটিভি

জনগণকে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণেই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। টানেল হবে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অসুস্থ সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার সন্ধ্যায় জেলা গণগ্রন্থাগারে মেয়র আইভী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত সাংবাদিক কল্যাণ ফান্ড থেকে অসুস্থ পাঁচ সাংবাদিককে আর্থিক এই সহায়তা দেওয়া হয়।

নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরে মেয়র আইভী আরও বলেন, ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো শীতলক্ষ্যাকে হত্যা করছে। এই নদীকে রক্ষা করার জন্য এখনই উদ্যোগ নিতে হবে।

এসময় নারায়ণগঞ্জ সদর থেকে আড়াই হাজার উপজেলা পর্যন্ত নৌপর্যটন রুট তৈরি করারও তাগিদ দেন মেয়র আইভী।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ।