প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সপরিবারে করোনামুক্ত
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘরে চিকিৎসা নিয়ে সপরিবারে করোনামুক্ত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আজ বৃহস্পতিবার সপরিবারে করোনামুক্ত হওয়ার বিষয়টি ফেসবুকে বিপ্লব বড়ুয়া নিজের অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন।
বিপ্লব বড়ুয়া লিখেছেন, ‘জুন মাসের ১৬ তারিখে আমার গাড়ির চালক করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে আমি আইসোলেশনে চলে যাই। এই অবস্থায় হালকা কাশি ও গলা ব্যথার কারণে আমি এবং আমার পরিবারের সকলেই কভিড-১৯ টেস্ট করাই।’
‘২০ জুন আমিসহ বাসার মোট ছয়জনের পজিটিভ রিপোর্ট আসে। মৃদু উপসর্গ থাকার কারণে সকলের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। এই সংবাদে পরিচিত অনেকেই উদ্বিগ্ন হতে পারেন, যার কারণে সীমিত ব্যক্তিবর্গ ছাড়া কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি।’
আওয়ামী লীগ নেতা আরো লিখেছেন, ‘আমার মতো একজন সাধারণ মানুষের জন্য আপনারা যে ভালোবাসা-সমর্থন প্রদর্শন করেছেন, তা দেখে আমি অভিভূত ও কৃতজ্ঞ। ১৯ দিন পর আমি পুনরায় পরীক্ষা করাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমিসহ পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ অর্থাৎ আমরা সবাই করোনামুক্ত। তবে পরবর্তী কিছুদিন আমাদের আইসোলেশনেই থাকতে হবে। দেশ-বিদেশের অসংখ্য মানুষ, আমাদের পরিচিতজন অনেকেই এখনও করোনায় আক্রান্ত। আপনারা সকলের সুস্থতার জন্য প্রার্থনা করবেন।’
এর আগে গত ২৬ জুন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিপ্লব বড়ুয়ার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।